সম্প্রতি ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ দিনটি আরও স্মরণীয় করতে মহৎ এক প্রস্তাব দিলেন দেশটির প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মঙ্গলবার এ তথ্য জানায়। ভুটানের রাজার জন্মদিনের উপহার হিসেবে দেশটির প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, দেশের প্রত্যেক নাগরিক একটি করে পথের কুকুর পালার দায়িত্ব নিতে পারেন। এছাড়া একটি করে গাছ লাগানো বা বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করতে পারেন তারা। দেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায়, সেটি সামলানোর জন্য এ মানবিক প্রস্তাব দেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রাজার জন্মদিন উদযাপনের জন্য সমবেত জনতার উদ্দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী লতা শেরিং এ প্রস্তাব দেন।
এছাড়া, আগামী এক বছরের মধ্যে শুরু করার জন্য অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বিভিন্ন প্রকল্পের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।