আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে ফিরলেন মাহাথির

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার এক দিন পর দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দিয়েছেন মাহাথির মোহাম্মদ। পুত্রাজায়ার দপ্তরে মঙ্গলবার এসে গাড়ি থেকে নামার পর মাহাথির কোনো মন্তব্য করেননি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বর্তমানে ৯৪ বছর বয়সি মাহাথির বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ সরকারপ্রধান। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাতে মন্ত্রিসভাও ভেঙে দেন তিনি। পরে দেশের রাজার অনুরোধে পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকতে রাজি হন।
আনোয়ার ইব্রাহিমসহ পুরোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোট গঠন করে মালেয়েশিয়ার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে চমক দেখান মাহাথির। ফের দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করলেও ক্রমেই জনপ্রিয়তা হারাতে থাকে তার সরকার। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহাথির পদত্যাগ করায় নড়বড়ে ক্ষমতাসীন জোট ভেঙে যায়। এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির কতদিন ক্ষমতায় থাকবেন, কখন নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেওয়া হবে অথবা কীভাবে পরবর্তী সরকার গঠন করা হবেÑ এসব প্রশ্ন অমীমাংসিতই রয়ে গেছে বলে রয়টার্স জানিয়েছে।