নারী ক্রিকেটের কোনো সংস্করণেই এখন পর্যন্ত মুখোমুখি হয়নি বাংলাদেশ-অস্ট্রেলিয়া; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচেই হয়ে যাবে জানাশোনার পর্ব। অবশ্য দুই দলের শক্তি-সামর্থ্যরে যা পার্থক্য, তাতে অস্ট্রেলিয়ার দুর্ভাবনা কিছু থাকার কথা নয়। অজি মেয়েরা ক্রিকেটের পরাশক্তি, বিশ্বকাপের অন্যতম ফেভারিট, বাংলাদেশ সেখানে একটি ম্যাচ জিতলেও হবে বড় পাওয়া। এরপরও বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক টুর্নামেন্টের স্বাগতিকরা; কারণ ভারতের কাছে ১৭ রানের অপ্রত্যাশিত হার দিয়ে আসর শুরু করেছে তারা। তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ, কখনও প্রতিপক্ষ পায়নি অস্ট্রেলিয়াকে। হয়নি দ্বিপক্ষীয় সিরিজও। বৃহস্পতিবার ক্যানবেরার ম্যাচই হতে যাচ্ছে দুই দলের প্রথম সাক্ষাৎ। যেখানে পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়া। লড়াইয়ের আগে বাংলাদেশকে তবু সমীহের চোখে দেখছেন অজি ক্রিকেটার র?্যাচেল হেইন্স, ‘চ্যালেঞ্জটি হবে বেশ কৌতূহলজাগানিয়া।