আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

হ্যাটট্রিক শিরোপা দক্ষিণের

স্পোর্টস রিপোর্টার
| খেলা

জয় হাতছানি দিলেও দক্ষিণাঞ্চলের শিরোপার পথে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন পূর্বাঞ্চলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হোসেন। সেই কাঁটা উপড়ে ফেলেন মাহমুদউল্লাহ, পরে বাকিদের চটজলদি ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরে পঞ্চম শিরোপা তুলে নেয় দক্ষিণাঞ্চল। বাকি তিনবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল দুবার ও একবার জিতেছে বিসিবি উত্তরাঞ্চল।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ দিনের ফাইনাল। কিন্তু খেলা শেষ চার দিনেই। চতুর্থ দিনের শুরুতে মাত্র ১৪০ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট দক্ষিণ। প্রথম ইনিংসে পাওয়া ২১৩ রানের লিডের সঙ্গে এ রান যোগ হয়ে পূর্বের লক্ষ্য দাঁড়ায় ৩৫৪ রান। হাতে পুরো পাঁচ সেশন থাকার পরও তাদের ব্যাটসম্যানরা খেলতে পারলেন সবে দুই সেশন। ২৪৮ রানে অলআউট হয়ে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে ১০৫ রানের জয়। 
সোমবার ৮ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণাঞ্চল, দলীয় লিড তখন ৩৩৮ রান। চতুর্থ দিন সকালে লিডে আর ১৫ রান বাড়াতে পারে দক্ষিণ। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা মেহেদি হাসানের তাতে সংগ্রহ ১২ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩তম ফিফটি তুলে ৫৩ রানে আউট হন এ ব্যাটসম্যান। তার বিদায়ের সঙ্গে ১৪০ রানে থামে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস। মোট লিড দাঁড়ায় ৩৫৩ রানের।
৩৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পথ হারিয়ে বসে পূর্বাঞ্চল। ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। পিনাক ঘোষ ১৬ রান ও মোহাম্মদ আশরাফুল ৫ রানে আউট হন। ব্যাট হাতে ব্যর্থ হন পূর্বের অধিনায়ক ইমরুল কায়েসও (৩)। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসান ও আফিফ হোসেন প্রাথমিক ধাক্কা সামলিয়ে দারুণ জুটি গড়ে তোলেন। দুজনের জুটিতে রান আসে ৮৫। আফিফ ব্যক্তিগত ৩১ রানে আউট হন। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ রান করা তানজিদ হোসেনও দলের প্রত্যাশা মেটাতে পারেননি। ফেরেন ১৭ রান করে। তানজিদ আউট হওয়ার দুই ওভার পরে ফেরেন পূর্বের হয়ে সর্বোচ্চ রান করা মাহমুদুলও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৫তম ফিফটি তুলে ৮১ রান করে ফরহাদ রেজার বলে ফেরেন তিনি। নিচের দিকে জাকির হোসেন টেল এন্ডারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে তোলেন। তবে ম্যাচ জেতার জন্য সেগুলো যথেষ্ট ছিল না। নিচের দিকে জাকিরের ৪২ রানের পাশাপাশি হাসান মাহমুদ ১৯, আবু হাইদার ১২ ও সাকলাইন সজীব ১১ রান করে ফিরলে থামে পূর্বাঞ্চলের ইনিংস। মেহেদি ও শফিউল ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ফরহাদ রেজা ২টি ও আল আমিনের শিকার ১টি করে উইকেট। দক্ষিণের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ফাইনাল সেরা ফরহাদ রেজা। টুর্নামেন্ট সেরা ও ৫০১ রান করে সেরা ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ২২ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন আবদুর রাজ্জাক।