বৃহস্পতিবা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র সংগঠনের ‘নবীনবরণ ও পুনর্মিলনী-২০২০’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও গায়ক আসিফ আকবর উপস্থিত থাকবেন।
মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক যুগ্ম সচিব ও অর্থমন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজ এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, নবীনবরণ ও পুনর্মিলনী বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হবে।