আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

সাঘাটায় দুই ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
| খবর

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সোমবার সাঘাটা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজ ও শ্যামপুর নাসির উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। 
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, প্রবীণ আ.লীগ নেতা প্রকৌশলী নুরনবী প্রধান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার ওসি বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, সুপার কাজী মাহাফুজুল হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর রশীদ হিরু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট প্রমুখ। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।