রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মালেক (৪০)। উপজেলার গড়েরমাঠ এলাকায় তার বাড়ি। বাবার নাম ফজলুর রহমান।
সোমবার রাত ১০টার দিকে গড়েরমাঠ এলাকা থেকেই তাকে হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এ হেরোইনসহ মালেককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। হেরোইনসহ আসামি মালেককে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।