জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় ইউজিসি প্রস্তাবিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার শিক্ষা পরিষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিজস্ব প্রক্রিয়াতেই শিক্ষার্থী ভর্তি ও নিয়োগ হওয়া উচিত। এক সঙ্গে ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে। কোনো কারণে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে, সে আর অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আলাদা হলে একটি বাদ গেলে অন্যটিতে পরীক্ষা দিতে পারবে। তাই শিক্ষা পরিষদে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আমরা না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া গ্রহণ করেছি।
তবে এ প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে ভিসি বলেন, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ করবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার বিষয়টি জটিল ও অস্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ মুহূর্তে এমন অস্পষ্ট এবং জটিল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা ?বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জন্য স্ববিরোধী।
এর আগে বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা পরিষদে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দেয়।