বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) এবং জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আকুজিকিন কোম্পানির প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী জাপানি প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি করপোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটিস ডেমোনেস্ট্রেশন মেশিন অনুদান হিসেবে দেবে। এ মেশিন দিয়ে বর্জ্য থেকে দৈনিক ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে।
প্রথম মেশিনটি অনুদান হিসেবে দেওয়া হলেও পরে জাপান সরকারের অর্থ জোগান দাতা প্রতিষ্ঠান ওডিএ’র কাছ থেকে অতি স্বল্প সুদে ঋণ নিয়ে আকুজিকিন কোম্পানির কাছ থেকে অন্যান্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। এ প্রকল্পের মাধ্যমে গাজীপুর সিটির বর্জ্য থেকে জৈব সার উৎপাদন হলে মহানগরীর বর্জ্য সমস্যার সমাধান হবে। গাজীপুর মহানগরীকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কেএম জহুরুল ইসলাম, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।