আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

বিচ ক্লিনআপ অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক

সমুদ্রকে দেশের জনকল্যাণে কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বিশাল সমুদ্র বিজয় আমাদের অনেক বড় বিজয়। এ সমুদ্র বিজয়কে অর্থবহ করতে হবে। এটাকে অর্থবহ করতে সমুদ্র বিষয়ক গবেষকদের ভূমিকা রাখতে হবে। আমাদের সমুদ্র সচেতনতা বাড়ানো প্রয়োজন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সেভ আওয়ার সি এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের যৌথ আয়োজনে কক্সবাজারের লাবনী বিচ পয়েন্টে ন্যাশনাল বিচ ক্লিনআপ অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. আরেফিন সিদ্দিক বলেন, ফ্লোরিডার মিয়ামি বিচ বিশ্বের অন্যতম একটি বিচ। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যাচ্ছেন, সিনেমার শুটিং চলছে। অথচ সেই বিচ আমাদের কক্সবাজারের বিচের তুলনায় কিছুই নয়। শুধু আমাদের সমুদ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনাগত সমস্যার কারণে এটা হচ্ছে। এবার সুযোগ এসেছে। আমাদের সামনে জাতির জনক মুজিব শতবার্ষিকী আসছে। মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে কক্সবাজারকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে সমুদ্রকে দেশের জনকল্যাণে কাজে লাগাতে হবে।