আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

পিলখানা হত্যাকাণ্ড

শহীদ সেনাসদস্যদের শাহাদতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

বিডিআর বিদ্রোহে শহীদ সেনাসদস্যদের হত্যাকাণ্ডের ১১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানসহ সেনাসদস্যরা ষ আলোকিত বাংলাদেশ

যথাযথ মর্যাদায় ২০০৯ সালের ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি তদানীন্তন বিডিআরের কতিপয় বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য সংগঠিত নিরস্ত্র সেনা সদস্যদের হত্যাকাণ্ডের ১১তম শাহাদতবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ (এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি), ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল (এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পক্ষে অতিরিক্ত সচিব। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মঙ্গলবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।