লাশ উদ্ধার
ষ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিকাবাড়ী গ্রাম থেকে হাজেরা বেগম নামে এক গৃহবধূর লাশ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিকাবাড়ী গ্রামের হেলাল হাওলাদারের স্ত্রী। হাজেরা বেগমের বাবা নবী হোসেন জানান, এক বছর ধরে হাজেরা মানসিক ভারসম্যহীন ছিল। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে সবার অগোচরে হাজেরা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
ভাতা বিতরণ
ষ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের মধ্যে মঙ্গলবার সম্মানী ভাতা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে ৩৫টি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে ৪ লাখ ৩১ হাজার ৮২০ টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহবুবা সাইদ প্রমুখ।
১০৫ গাছ কর্তন
ষ মনিরামপুর (যশোর) সংবাদদাতা
যশোরের মনিরামপুর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল বারীর ২ বিঘা জমির হাইব্রিড জাতের ১০৫টি আমগাছ সোমবার রাতে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি তিনি নিজেই তদন্ত করে ব্যবস্থা নেবেন। মঙ্গলবার সকালে আবদুস সালাম নামে এক কৃষক মাঠে গিয়ে আমগাছ কাটা দেখে তাকে খবর দেন। তিনি গিয়ে দেখেন ১০৫টি হাইব্রিড জাতের আমগাছ গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে।
চোরাকারবারি আটক
ষ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারিকে আটক করেছেন র্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক চোরাকারবারির নাম গগন হোসেন। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, আটক মাদক চোরাকারবারিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
জরিমানা
ষ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা নদীর বড়শিমুল পঞ্চসোনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সবুজ নামে এক বালু ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়।