আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
| দেশ

গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফট চালুর দাবিতে মানববন্ধন ও পরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফট চালুর দাবিতে প্রথমে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। পরে এক পর্যায়ে তারা ওই স্থানে রাস্তা দখল করে বিক্ষোভ করতে থাকেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।