আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
| দেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ী চাঁনপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে জহিরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মেহেদী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জহিরুল মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এলাকাবাসী ও আহতের পরিবার জানায়, শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী উত্তেজিত হয়ে জহিরুলের পেটে ছুরিকাঘাত করেন। 

পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জহিরুলের বাবা আবদুর রহমান কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।