মাদারীপুরের শিবচরের দুটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের সম্মেলনের প্রধান অতিথি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন। সোমবার বিকালে উপজেলার সন্ন্যাসীরচর ও বন্দরখোলা ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সন্ন্যাসীরচর ইউনিয়নে মাসুদ সরদারকে সভাপতি ও সিফাত খানকে সাধারণ সম্পাদক এবং বন্দরখোলা ইউনিয়নে শাহজালাল খানকে সভাপতি ও দেলোয়ার ফকিরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ।