আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

আশুলিয়ায় নারী নিরাপত্তা কর্মীকে ধর্ষণ

আটক ২, পলাতক ১

আশুলিয়া প্রতিনিধি
| শেষ পাতা

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার এক নারী নিরাপত্তা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরেক আসামি পলাতক রয়েছে। আটকদের মধ্যে এক আসামি গণধর্ষণের মামলায় জামিনে রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী সোমবার রাতে আশুলিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করলে রাতেই দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো আশুলিয়ার নরসিংহপুরের জামাল মোল্লার ছেলে আরিফ হোসেন এবং একই এলাকার জলিল সরকারের ছেলে রানা সরকার। মামলার অপর অভিযুক্ত সামিউল ইসলাম মৃদা সোহান পলাতক রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ফজলুল হক (ইন্টেলিজেন্স) জানান, রোববার রাতে ভুক্তভোগী বান্ধবীর বাসা থেকে নিজ ভাড়া বাসায় ফেরার পথে পূর্বপরিচিত সোহানের সঙ্গে দেখা হয়। এ সময় সোহান ভুক্তভোগীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নরসিহপুর এলাকার আরিফের বাসায় নিয়ে যায়। সেখানে সোহানসহ আরিফ ও রানা জোরপূর্বক তাকে গণধর্ষণ করে বাসা থেকে বের করে দেয়। পরে রাতে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ করে। এছাড়া গ্রেপ্তার রানা সরকারের বিরুদ্ধে ২০১৮ সালে গণধর্ষণের মামলা রয়েছে। আসামি রানা ওই মামলায় জামিনপ্রাপ্ত।
এদিকে ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বাকি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।