কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বলদিয়া ইউনিয়নের পশুরামেরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। পশুরামেরকুটি গ্রামের মজিবর রহমান ওরফে কান্দু শেখের মানসিক প্রতিবন্ধী মেয়ে মর্জিনা বেগম সকাল ৮টার দিকে ঘরের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।