সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই ও গাজীপরের শ্রীপুরে ড্রাম্প ট্রাকচাপায় যুুবক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন আম্বিয়া বেগম ও বাস হেলপার শুকুর আলী। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঐশী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
শ্রীপুর : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী-মাওনা সড়কের সাতখামাইর বাজার এলাকায় বালুবোঝাই ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেল চাপায় নাহিদ মোড়ল নামের এক যুুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের ফজর আলীর ছেলে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।