হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সেবাদানকারী ও সেবাগ্রহণকারীদের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পাড়াগাঁও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ‘কেয়ার বাংলাদেশের সৌহার্দ্য প্রকল্প’ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা আহ্্ছানিয়া মিশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ড্যামের টেকনিক্যাল অফিসার তাহমিনা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল হাদী মো. শাহপরান, কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল ম্যানেজার-গভর্নেন্স তমিজ উদ্দীন আহমেদ, ঢাকা আহ্্ছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক একেএম ওবায়দুর ইসলাম, উপজেলা সমন্বয়কারী কেএম রিয়াদুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, আদর্শ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। সভায় কমিউনিটি ক্লিনিকে সেবাগ্রহণকারীরা তাদের সমস্যা সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন ও সেবাদানকারীরা কৈফিয়ত দেন। পরে সিভিল সার্জনসহ দায়িত্বশীলরা সমাধান দেন।