আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
| দেশ

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার (৪৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ৯৫নং টি-চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদর খন্দকার সোমবার সন্ধ্যায় কালনা ঘাটের কাছে নিজের ইটভাটা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। লোহাগড়া-নড়াইল সড়কের পাশে ৯৫নং টি-চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদর খন্দকার উপজেলার লোহাগড়ার কালনা গ্রামের মৃত ময়ের খন্দকারের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও একটি কন্যাসন্তান আছে। এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এদিকে এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। একইসঙ্গে দলের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লোহাগড়া থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে তাদের অভিযান অব্যাহত আছে। এছাড়া নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টহল জোরদার করেছেন।