আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

অনিয়মের অভিযোগে তিন স্থানে খনন স্থগিতের নির্দেশ, সার্ভে টিম গঠন

পীরগঞ্জে পানিতে নদী খনন

বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর)
| দেশ

রংপুরের পীরগঞ্জে বিএডিসির (সেচ) প্রকল্পের আখিরা মরা নদী খনন ষ আলোকিত বাংলাদেশ

রংপুরের পীরগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিএডিসির (সেচ) অধীনে আখিরা মরা নদী খননে অনিয়মের অভিযোগ উঠেছে। বিএডিসির নির্বাহী প্রকৌশলী ওই কাজ পরিদর্শনে এসে তিনটি স্থানে নদী খনন বন্ধের নির্দেশ প্রদানসহ সার্ভে টিম গঠন করেছেন। সূত্র জানায়, পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর থেকে বড় আলমপুর, কাবিলপুর ইউনিয়ন থেকে রামনাথপুর ইউনিয়নের ধাপেরহাটে আখিরার মূল নদীতে সম্পৃক্ত হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নদীটির ২০ কিলোমিটার খননে ১০টি গ্রুপে ১০ ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই খননের কাজ সাব-ঠিকাদারের কাছে বিক্রি করে দেওয়ায় সাব-ঠিকাদাররা তাদের লভ্যাংশ ঠিক রাখতে অনিয়মের আশ্রয় নিয়েছে। এলাকাবাসীর এমন অভিযোগে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ পরিস্থিতিতে সোমবার রংপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী নিজামুল ইসলাম খনন কাজ পরিদর্শনে আসেন। তিনি অভিযোগের সত্যতা পেয়ে নদীটিতে পানি থাকায় শুধু তিনটি গ্রুপের তিনটি স্থানে কাজ বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি সার্ভেয়ার সাদ্দাম হোসেনকে প্রধান করে দুই সদস্যের সার্ভে টিম গঠন করে খননকৃত কাজ পরীক্ষা করতে বলেন। পানিতে খননের ব্যাপারে রংপুর বিএডিসির (সেচ) নির্বাহী প্রকৌশলী নিজামুল ইসলাম এ সময় সাংবাদিকদের জানান, ডিজাইন এবং শিডিউল অনুযায়ী শতভাগ কাজ বুঝে নেওয়া হবে। তিনি আরও জানান, পানিতে খননকৃত কাজের ৫০ মিটার পর পর পরীক্ষা করতে বলেছি। সেইসঙ্গে তিনটি স্থানের পানি না শুকানো পর্যন্ত খননকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।