আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ফাল্গুনে লাবণ্যময় ত্বক

| আলোকিত জীবণশৈলী

মডেল : নোশিন তাবাসসুম পোশাক : নকশা

শীত বিদায় নিচ্ছে। তাই ঋতু পরিবর্তনের এ সময়ে ত্বকের বিশেষ যত্ন জরুরি। যার মাধ্যমে ত্বক সুন্দর থাকবে। জানাচ্ছেন  সুমাইয়া আক্তার

টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতে রোদে জ্বলা ভাব কমে যাবে।
কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে মাখুন। নিয়মিত এ প্যাকে ঠোঁটের কালো দাগ উঠে যাবে।
কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে যাবে, পাশাপাশি কনুই নরম হবে।
কালো দাগ থেকে মুক্তি পেতে আলু, লেবু ও শসার রস একসঙ্গে মিশিয়ে তাতে আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।
তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
আধা চা চামচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখ নরম রাখবে।
মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগালে অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি পাওয়া যাবে এবং ত্বকের বলিরেখা দূর হবে।
পাকা পেঁপে চটকে মুখে লাগান। পরে ধুয়ে ফেলুন। এটি মুখের বাদামি দাগ উঠাতে সহায়তা করবে।
হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত-পায়ের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে ও হাত-পা ফর্সা দেখাবে।