বিশ্বকাপ থেকেই পিঠের চোটে ভুগছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। অবশেষে সেই চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন তিনি। এই পেস বোলিং অলরাউন্ডার জানিয়েছেন, তিনি এ দিনটির অপেক্ষায় ছিলেন।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে মাশরাফি বিন মুর্তজার দল এরই মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পা রেখেছে।
দীর্ঘ পাঁচ মাস নিজেকে ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন সাইফউদ্দিন। সতীর্থদের সঙ্গে অনুশীলন, ড্রেসিং রুম ভাগাভাগি এগুলো থেকে এতদিন দূরে ছিলেন তিনি। আবারও সব কিছু ফিরে পেয়ে তাই দারুণ আনন্দিত সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, আলহামদুলিল্লাহ ব্যাক করতে পেরেছি। লাস্ট ৫ মাস এদিনটার অপেক্ষায় ছিলাম, সবার সঙ্গে অনুশীলন করব, ড্রেসিং রুম শেয়ার করব। আলহামদুলিল্লাহ কাক্সিক্ষত দিনটা ফিরে পেয়ে।
মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা জানিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ই মাঠের বাইরে থাকাটা খুবই কষ্টকর। তারপরও মানসিকভাবে শক্ত থেকে, সতীর্থদের খেলা দেখে বিপিএলে, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে হোম সিরিজ অ্যাওয়ে সিরিজ সব মিলিয়ে সময়টা বেশি মনে হয়নি।’ ফিজিও ট্রেনারদের পরামর্শ মেনেই ২-৩ মাস কাজ করেছেন সাইফউদ্দিন। এর বাইরে নিজের তাগিদে ফেরার লড়াই চালিয়ে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এ কারণেই এবারের ফেরাটা বাড়তি তৃপ্তি দিচ্ছে তাকে। সাইফউদ্দিনের ভাষ্য, ‘আমাদের ফিজিও, ট্রেইনার যারা ছিল তাদের নির্দেশনা মেনে চলেছি ২-৩ মাস। এর বাইরে আমি নিজেও কাজ করেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সময়টা আমাকে বেঁধে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাসের মধ্যে মাঠে ফিরব। ফিরতে পেরে আমি খুব আনন্দিত।’
বাংলাদেশ দলে পেসারের আধিক্য তেমন চাপ সৃষ্টি করবে না বলে বিশ্বাস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার ব্যক্তিগত প্রাপ্তির চেয়েও দলকে বড় করে দেখছেন। তার মতে, যোগ্যতার ভিত্তিতে একাদশে সুযোগ দেওয়া উচিত ক্রিকেটারদের।
জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশে সুযোগ পেতে সাইফউদ্দিনকে প্রতিযোগিতায় নামতে হবে আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলামদের সঙ্গে। যদিও তরুণ এ অলরাউন্ডার বিষয়টিকে চাপ হিসেবে দেখছেন না। সাইফউদ্দিন বলেন, ‘দিনশেষে আমরা কিন্তু দল হিসেবে চিন্তা করি। আমার থেকে ভালো কেউ যদি আসে অবশ্যই তাকে স্বাগত জানাব। আমার থেকে ভালো হলে অবশ্যই সে সুযোগ পাবে। আমার লক্ষ্য থাকবে এর চেয়ে আরও ভালো করে দলে জায়গা করে নেওয়ার। আমার জায়গায় যে আসবে সে খারাপ খেলুক এটা আমি কখনোই চাইবো না একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। আমি চাইব ওর থেকে আরও ভালো স্কিল প্রমাণ করে দলে ঢোকার।’