আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

বাফুফের নির্বাচন ২০ এপ্রিল

স্পোর্টস রিপোর্টার
| খেলা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ২০ এপ্রিল। মতিঝিলের বাফুফে ভবনে ওইদিন সাধারণ সভার পাশাপাশি কাউন্সিলররা আগামী চার বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন। শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়ো হয়েছে। এখন পর্যন্ত বাফুফে নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাদের একজন হলেন বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়। সভাপতি পদে নির্বাচন করবেন বলে গত দুই বছর প্রচারণা চালালেও হঠাৎ করে নিজেকে এই লড়াই থেকে সরিয়ে নিয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তবে তিনি অন্য পদে নির্বাচন করতে পারেন বলেও শোনা যাচ্ছে।