আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

সৌরভের চরিত্রে হৃতিক

বিনোদন ডেস্ক
| বিনোদন

 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে এ মুহূর্তে তীব্র গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, ‘দাদা’র চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে, যিনি সৌরভেরও পছন্দের নায়ক।
সম্প্রতি এই নিয়ে করণ জোহরের সঙ্গে সৌরভের একপ্রস্থ কথাও হয়েছে বলে খবর। করণের সঙ্গে সাক্ষাতের কথা সৌরভ স্বীকার করে নিলেও, বায়োপিকের কথা অস্বীকার করেন তিনি। মঙ্গলবার সৌরভকে ফোনে ধরা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে করণের মিটিং হয়েছে ঠিকই। তবে সেটা একেবারেই ব্যক্তিগত। আমার বায়োপিক নিয়ে নয়।’ তিনি যতই অস্বীকার করুন, মহারাজের ভক্তরা কিন্তু আশাবাদী। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের পর এবার সৌরভের লড়াইয়ের কথাও বড় পর্দায় উঠে আসবে। গেল বছর একতা কাপুরের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সৌরভের বায়োপিক হতে পারে বলে শোনা গিয়েছিল। মাস দুয়েক আগে সৌরভ নিজেই জানিয়েছিলেন, বায়োপিক হলে হৃতিকই তার প্রথম পছন্দ। দেখা যাক, করণ কী ভাবছেন।