এ প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজীব ও হৈমন্তী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘গান চিরদিন’ অনুষ্ঠানে চারটি দেশাত্মবোধক গান গেয়েছেন। নতুন সংগীতায়োজনে মূল শিল্পীদের গান আলাদাভাবে দুজন দুটি করে নতুন করে গেয়েছেন। রাজীব গেয়েছেন আলম আরা মিনুর গাওয়া ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ ও হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘মাগো ভাবনা কেন’। হৈমন্তী গেয়েছেন রুনা লায়লার ‘ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ’ এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো’। এরই মধ্যে রাজীব-হৈমন্তী ‘গান চিরদিন’-এর অনুষ্ঠানে এই গানের রেকর্ডিংয়ে বাংলাদেশ টেলিভিশনের মূল মিলনায়তনে অংশ নিয়েছেন। দুজনই জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ দিন হিসেবে আজ বাংলাদেশ টেলিভিশনে ‘গান চিরদিন’ অনুষ্ঠানে তাদের গাওয়া গান চারটি প্রচার হবে। এদিকে রাজীব জানান, শিগগিরই নতুন দুটি দেশাত্মবোধক গান নিয়ে তিনি তার ভক্ত-শ্রোতার মধ্যে হাজির হচ্ছেন। দুটি নতুন দেশাত্মবোধক গানের সুর করেছেন তিনি। গান দুটি লিখেছেন সোলাইমান মাহমুদ। দুটি গানের সংগীতায়োজন করছেন সুমন কল্যাণ ও মেহেদী। রাজীব জানান, শিগগিরই গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করে ইউটিউবে প্রকাশ করবেন। রাজীব বলেন, ‘দুটি গানেরই কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে। খুব চেষ্টা করছি আগামী স্বাধীনতা দিবসের আগেই গান দুটি ইউটিউবে প্রকাশ করতে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর গান চিরদিন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান দুটি চেষ্টা করেছি আমার মতো করেই গাইতে। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।’ হৈমন্তী এরই মধ্যে জামাল হোসেনের কথায় মুহিনের সুর-সংগীতে গেয়েছেন ‘ছড়াও আবীর’ শিরোনামের একটি গান। এর আগে এ একই আয়োজনে হৈমন্তী ‘যদি জানতে চাও’ গানটি গেয়েছিলেন। গানটি রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। হৈমন্তী বলেন, ‘জামাল ভাইয়ের গানের কথা আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সহজ-সরল আর প্রাণবন্ত কথা। মুহিনও চমৎকার সুর করে। যে কারণে গানগুলো গাইতেও ভীষণ ভালো লাগে। যদি জানতে চাও গানের জন্য ভালো সাড়া পাচ্ছি। নতুন গানটি অনেকটাই অন্যরকম হয়েছে। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর গান চিরদিনে শ্রদ্ধেয় রুনা লায়লা এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের মতো করে গাইবার চেষ্টা করেছি।’ এদিকে গতকাল হৈমন্তী মুন্সীগঞ্জে একটি স্টেজ শোতে অংশ নেন। তার সহশিল্পী ছিলেন ইউসুফ আহমেদ খান। আজ রাজীব সোনারগাঁও কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাইবেন। আগামী ৬ মার্চ তিনি কক্সবাজারে একটি শোতে অংশ নেবেন।