দক্ষিণ কোরিয়ার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া দেগু শহরের রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে ওষুধ ছিটানো হচ্ছে - সংগৃহীত
করোনা ভাইরাস
দক্ষিণ কোরিয়ায় শুক্রবার নতুন করে ৫৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩৭ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায়ই সবচেয়ে বেশি এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। দেশটিতে ভাইরাসে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা ভাইরাস আক্রন্ত রোগী শনাক্ত হয়। চীনের উহান থেকে প্রাণঘাতী এ ভাইরাস দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটিতে দ্রুতগতিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছে সরকার। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। দেশটিতে আক্রান্ত রোগীর ৯০ শতাংশ সেখানের উৎপত্তিস্থল দেগু নগরী ও প্রতিবেশী জিয়াংসাং প্রদেশের।
ইরানে বাড়ছে মৃতের সংখ্যা : করোনা ভাইরাসে ইরানে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৩৮৮ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।