আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

স্পেনে সামরিক বিমান বিধ্বস্তে পাইলট নিহত

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

 

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে প্রশিক্ষণ চলাকালে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় সি-১০১ জেট বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে স্পেনের বিমানবাহিনী জানিয়েছে। 
বৃহস্পতিবার বিকালে মুরসিয়া এলাকার লো মাঙ্গার কাছে সমুদ্রে বিমানটি বিধ্বস্ত হয়। স্পেনের বানানো এ সি-১০১ জেট সাধারণত আকাশে বিভিন্ন দুঃসাহসিক নৈপুণ্য ও কসরত দেখাতে ব্যবহৃত হতো। বিডিনিউজ