আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ইরানে হঠাৎ ফ্লাইট বন্ধ এমিরেটসের

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অঙ্গরাজ্যের বিমান পরিবহন সংস্থা এমিরেটস হঠাৎ করে ইরানে যাতায়াতকারী সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ফলে দুবাইসহ আরব আমিরাতের বিভিন্ন স্থান থেকে দেশে ফিরতে ইচ্ছুক ইরানি নাগরিকরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় আটকেপড়া ইরানিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। ইরানের বিভিন্ন শহরে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এমিরেটস তেহরানসহ ইরানের আরও কয়েকটি শহরে যাতায়াতকারী নিজেদের সব ফ্লাইট পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে। বিমান পরিবহন সংস্থাটি বলেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের ওপর এ স্থগিতাদেশ বহাল থাকবে। পার্স টুডে