ভাইরাস আতঙ্কে টোকিওর ডিজনি পার্ক বন্ধ আলোকিত ডেস্ক শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ ১২:০০:০০ AM, | আন্তর্জাতিক করোনা ভাইরাস আতঙ্কে টোকিওর দুটি ডিজনি রিসোর্ট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পার্ক দুটির অপারেটর জানান, নতুন করোনা ভাইরাস আতঙ্কে দুই সপ্তাহের জন্য টোকিও ডিজনি সি ও ডিজনি ল্যান্ড পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।