আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

মমতা-অমিত শাহ বৈঠকে সিএএ প্রসঙ্গ ওঠেনি

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

অবিলম্বে দিল্লির শান্তি ফেরানোর জন্য সচেষ্ট হতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মমতা। তিনি আরও জানান, অমিত শাহর সঙ্গে দুই দফার বৈঠকে একবারের জন্যও ওঠেনি এনআরসি-সিএএ প্রসঙ্গ। দিল্লির সহিংসতা ও ভারতজুড়ে আন্দোলনের প্রেক্ষাপটে অমিত শাহর সঙ্গে জোড়া বৈঠকে মমতা কেন এনআরসি-সিএএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় ভুবনেশ্বরের লোকসেবা ভবনের বৈঠকে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও আসেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 
দুই দফার বৈঠকে কথা হয় পূর্ব ভারতের রাজ্যগুলোর সম্পর্ক এবং দাবিদাওয়া নিয়ে। দিল্লিতে শান্তি ফেরানোর জন্য অমিত শাহর কাছে আর্জি জানান মমতা। বৈঠক শেষে নবীন পট্টনায়কের আমন্ত্রণে তার বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন অমিত শাহ, মমতা এবং নীতিশ কুমার। 
সেখানে তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্ত বৈঠকও করেন শাহ। তবে সেখানেও ওঠেনি এনআরসি-সিএএ প্রসঙ্গ। আর এখানেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। জিনিউজ