অতিথি পাখির মতো বরফকুঁচিতে ভেসে ভেসে
অবশেষে তীরের সন্ধান পেয়েছি কাল রাতে;
জলের সীমানা কেটে দশ আঙুলে ছুঁতে চেয়েছি
লাল পদ্মনাভি; আর অরণ্য খাঁজে পৌরুষ গুঁজে
আরোপিত প্রত্যাশায় খুঁজে ফিরেছি আনন্দ-বাড়ি!
আঁধার অরণ্যে সুর সেঁধেছিল তীব্র গোলকধাঁধা
খেয়ালি করতল ঘণ্টার পাশে ঘেমে উঠেছিল খুব
তবু সতর্ক এসরাজ সুর তোলেনি অনুনয় ভেঙে
কাল রাতে চার্চে ছিলাম, এখন যন্ত্রণার বিপরীতে
জেগে উঠেছি দেখোÑ ক্রুশবিদ্ধ প্রত্যুষ এক!