গ্রন্থমেলায় বের হয়েছে সৌম্য সালেকের কবিতার বই ‘পাতাঝরার অর্কেস্ট্রা’। কবির ভাষ্যেÑ সদা-সর্বত্র যা পড়ছি, শুনছি, ভাবছি, লিখছি কিংবা যা আমরা দেশময় বিশ্বময় বহুল আলোচিত হতে দেখছি, এ সাধারণ প্রত্যক্ষণটুকুই কিন্তু জাগতিক ঘটনাপ্রবাহ ও মানুষের অন্তরীণ আলোড়নসমগ্রকে সম্পূর্ণ প্রকাশ করে না। এর বাইরেও রয়েছে অনেক অশ্রুপাত, বিভেদের অগণ্য কাহিনি, স্বপ্নের আরও অধিলোক; নিসর্গের নিবিড় নন্দনে কত যে অপরূপ সুর-বিভা নিরন্ত নিষ্পন্ন হতেছে সেই সংবাদ বা সংকেত মানুষের প্রাত্যহিক আয়োজনে কোনোদিন আলো পায় না। ‘পাতাঝরার অর্কেস্ট্রা’- কবিতাগুচ্ছ তেমনই অনালোকিত কিছু ঘটনা ও অনুভূতির নিবিড় গ্রন্থনা। পাতাঝরার মৃদু কাঁপনের স্বরে সুরবেঁধে দিকে দিকে কত লোক যে বিচ্ছেদি তুলছে, কত প্রাণ যে ঝরে পড়ছে দূরে-অদূরে, কত স্বপ্নশোভা যে উড়ছে মেঘে মেঘে; সে সংবেদ-সুষমাই এ কাব্যপ্রকল্পের ক্রীড়াভূমি।