ওরা বলেছিল, অকালে খোয়ালে ভূমি, নাম, পিতা ও পরিধি
তুমি আগলে রাখোনি পাঠ, গ্রন্থ-প্রাচীন; ওরা বলে সমুহ সান্ত্বনা তুমি বিকেয়েছ জলদরে
লেখা যাবে দীর্ঘ দলিল যা কিছু হারিয়েছ আরও...
বিবাদ কলহ ছেড়ে ফিরি আমি নিজপথে নতমুখ, এ আমার একান্ত স্বাধীনতা
যদি বলো : ভুল পথে, সবি তোর ভুলের শাসনে লীন!
শোনও তবে: কিছু ভুল প্রিয় থাকে যার যার মতো আবার ভুল করে সবাই করে না ভুল
শুরু যার শূন্যতা দিয়ে তার কিছু হারাবার নেই...