আনিসুর রহমানের গবেষণাবিষয়ক দুই বই : গ্রন্থমেলায় এসেছে আনিসুর রহমানের গবেষণাবিষয়ক দুই বই। এর মধ্যে তাম্রলিপি প্রকাশনী বের করেছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ ও দ্যু প্রকাশনী বের করেছে ‘গ্লোবালাইজেশন অ্যান্ড ইসলামÑ সাউথ এশিয়ান পার্সপেক্টিভ’। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান বইটি মূলত বাংলাদেশের সংবিধান প্রবর্তনের ইতিহাস অনুসন্ধানের একটি প্রয়াস। ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ও অতীত ঘটনাবলির সঙ্গে সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে। এছাড়া ইংরেজি ভাষায় লেখা গ্লোবালাইজেশন অ্যান্ড ইসলামÑ সাউথ এশিয়ান পার্সপেক্টিভ বইটিতে লেখক বিশ্বায়নের এ যুগে মুসলিম বিশ্বের সংকট ও সম্ভাবনাকে তুলে ধরেছেন। মূলত ‘দ্য রুল অব ইসলাম ইন গ্লোবালাইজেশন : এ কেস স্ট্যাডি অব সাউথ এশিয়া’ শীর্ষক এমফিল অভিসন্দর্ভের পরিশীলিত রূপ এ বই। লেখক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়া তিনি তুরস্কের ইস্তানবুলের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ে তুরস্ক সরকারের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইতিহাস বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত।
পলাশ মজুমদারের গল্পের বই হরিশংকরের বাড়ি : গ্রন্থমেলায় এসেছে পলাশ মজুমদারের গল্পের বই ‘হরিশংকরের বাড়ি’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ করছে বিদ্যা প্রকাশ। দাম ২০০ টাকা।
গল্পের বই দাম্পত্যের অন্তরালে : একুশে গ্রন্থমেলায় বের হয়েছে ফখরুল হাসানের গল্পের বই ‘দাম্পত্যের অন্তরালে’। বের করেছে য়ারোয়া বুক কর্নার। প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। স্টল ২৪৩। দাম ১৬০ টাকা। ৬টি গল্প স্থান পেয়েছে বইটিতে। গল্পগুলো পারিবারিক জীবনের প্রেম-ভালোবাসা বা সুখ-দুঃখ নিয়ে।
হগ্রন্থনা : গাজী মুনছুর আজিজ