আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

সড়ক দুর্ঘটনা

নোয়াখালীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি
| খবর

নোয়াখালী জেলা শহরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন সেখ (৪৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জেলা শহর মাইজদী পৌরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে রিকশার ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পেয়ে আহত হন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
জসীম উদ্দীন সেখ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সদর উপজেলায় ২০১৫ সালের অক্টোবর মাসে যোগদান করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।