বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কালাবদর নদীতে অভিযান চালান। এ সময় বিভিন্ন নৌযান থেকে ৫০ মণ জাটকা জব্দ করে। তবে জাটকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।