আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

কাতার গেল যুদ্ধজাহাজ স্বাধীনতা

চট্টগ্রাম ব্যুরো
| খবর

কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ৭ম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে শুক্রবার নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে - আইএসপিআর

১৬ থেকে ১৮ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে(7th Doha International Maritime Exhibition and Conference (DIMDEX-2020) অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ শুক্রবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। ওই জাহাজ নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় উপস্থিত ছিলেন সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবাররা। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বানৌজা স্বাধীনতা জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খানের নেতৃত্বে ২২ কর্মকর্তাসহ ১৪১ নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন। সফরকালে জাহাজটি যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। ওই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে আশা করা যায়। উল্লেখ্য, মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।