আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে মিনি ইজতেমা সমাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
| খবর

সিরাজগঞ্জ পৌর এলাকার হার্টপয়েন্টের যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ভারতের নিজাম উদ্দিন মার্কাসের মুরুব্বি হাফেজ মাসুদুল হাসান এ মোনাজাত পরিচালনা করেন। এর আগে জুমার নামাজ পরিচালনা করেন, কাকরাইল মার্কাসের মুরুব্বি মুফতি ওসামা বিন ওয়াসিফুল ইসলাম। জেলা তাবলিগ জামাত (মওলানা সাদপন্থি) তিন দিনব্যাপী এ মিনি বিশ্ব ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জসহ অনান্য এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মুসল্লিরা ইজতেমা ময়দানে জমায়েত হয়ে প্রতিদিন নফল ইবাদত, সুরা মসক, কোরআন তেলাওয়াত, হাদিসের বয়ান করেন। এ ইজতেমা ঘিরে জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে। এতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছিল।