চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। নারী-পুরুষ, তরুণÑ সব বয়সির মেয়র পদে তারুণ্যের অহংকার, স্বভাবে বিনয়ী এ মানুষটাকে খুব আপন করে নিচ্ছেন। জনগণের সঙ্গে তার কুশল বিনিময়কালে সে দৃশ্যই চোখে পড়ল। শুক্রবার বিভিন্ন জুমা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জিল্লুর রহমান জুয়েল তার নির্বাচনি গণযোগাযোগ শুরু করেছেন। চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন জুমা মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে খতিব মুসল্লিদের উদ্দেশে জিল্লুর রহমান জুয়েলের জন্য মিলাদ ও দোয়ার আয়োজনের কথা জানিয়ে দেন। এরপর মুসল্লিদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমান জুয়েল একটি মসজিদে উপস্থিত থাকলেও অন্য মসজিদগুলোতে তার পক্ষ থেকে দলের নেতারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়রপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিয়ে তিনি তার নিজ এলাকা ১৩নং ওয়ার্ডের তরপুরচণ্ডী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ জনগণ জিল্লুর রহমান জুয়েলের সঙ্গে খুব আন্তরিকভাবে মিশে যান এবং জনগণ তাকে আপন করে নেন। সেদিন সন্ধ্যার পর তিনি তার শৈশব, কৈশোর ও যৌবনকালীন আবাসস্থল চাঁদপুর শহরের আলিমপাড়ায় এসে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই রাতে তিনি আলিমপাড়াসহ গাঙ্গুলীপাড়ায়ও বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন দেখা যায়, অনেক বাসায় তাকে মা ও বড় বোন সমতুল্যরা মিষ্টিমুখ করান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুক্রবার জিল্লুর রহমান জুয়েল জুমার নামাজ আদায় করেন পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার জামে মসজিদে। তিনি বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে সে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।