খুলনা নগরবাসীকে মশার আক্রমণ থেকে রক্ষার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন জনউদ্যোগ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীতে শীতের শেষে হঠাৎ বেড়ে গেছে মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে খুলনা সিটি করপোরেশনকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখতে পেয়ে হতাশ নগরবাসী। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের তৃতীয় সপ্তাহ মশার প্রজনন মৌসুম। মশা এ সময় দ্রুত বংশবিস্তার করে। কিন্তু সঠিক সময়ে প্রজনন রোধ করতে না পারায় নগরীতে মশার উপদ্রব বেড়েছে। দিনের বেলায় মশার উপদ্রব কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর এর যন্ত্রণা অসহনীয় পর্যায়ে পৌঁছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাসায় মশার কয়েল জ্বালাতে হয়।