ফেনীর সোনাগাজীর উত্তর মঙ্গলকান্দি গ্রামে বৃহস্পতিবার রাত ২টায় দুই গ্রুপের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মাঈন উদ্দিন দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন জানান, মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশ থেকে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি, আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। ওসি আরও জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে
লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, তিনি ঘটনা শুনেছেন; তবে এ ঘটনায় কারা নিহত হয়েছেন, সে ব্যাপারে বলতে পারছেন না। তিনি আরও জানান, তিনি ফেনী জেনারেল হাসপাতালে লাশ দেখতে যাচ্ছেন।
পুলিশের বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : মনিরামপুর (যশোর) জানায়, যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কেরু ডাকাত নিহত হয়েছে। উপজেলার বেগারিতলার নার্সারির পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিভর্তি একটি ওয়ানশুটার ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে। নিহত নুরুল হক কেরু মনিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে। শুক্রবার পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতলের মর্গে প্রেরণ করে। তার নামে মনিরামপুর ও কেশবপুর থানায় ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন মামলায় ১৪টি ওয়ারেন্ট ছিল। পুলিশের দাবি সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় একটি ইজিবাইক ছিনতাইকালে কেরু জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশ তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অস্ত্র এবং তার অন্যান্য সহযোগীর নাম প্রকাশ করে। ওই রাতেই অস্ত্রের সন্ধানে কেশবপুর থেকে পুলিশের একটি টিম কেরুকে নিয়ে মনিরামপুরে আসে। কেশবপুরের ওই টিমের সঙ্গে অভিযানে যোগ দেন মনিরামপুর থানা পুলিশের অপর একটি টিম। মনিরামপুর থানার এসআই জহির রায়হান জানান, ভোজগাতী ইউনিয়নের বেগারীতলা বাজারের উত্তরপাশে নার্সারির সামনে পৌঁছাতেই রাস্তার পাশে ওত পেতে থাকা কেরুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ সেখান থেকে মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ অবস্থায় নুরুল হক কেরুর লাশ উদ্ধার করে।