বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রটি বাতিলের বিষয়ে রিটানিং অফিসারের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর নির্বাচন কমিশন শুনানি শেষে তাদের এ সিদ্ধান্ত জানায়। এখন ২১ মার্চের নির্ধারিত উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আমিরুল আলম মিলনকে জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তবে বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ঋণ খেলাপি ও পৌর কর পরিশোধ না করা এবং জাতীয় পার্টির ঋণ খেলাপি বলে এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। তখন আওয়ামী লীগের প্রার্থী আমিরুল আলম মিলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে।
বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জানান, নির্বাচন কমিশন শুনানি শেষে তার মনোনয়পত্রটি অবৈধ বলে আদেশ দিয়েছে। তিনি ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।