ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং মোড় এলাকার রাস্তায় গ্যাস লাইনে ছিদ্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এতে যান চলাচলও ব্যাহত হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে দুপুর ২টা পর্যন্ত সেখানে যান চলাচল ব্যাহত হয় বলে স্থানীয়রা জানায়। এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কিছুটা আতঙ্ক তৈরি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার হানিফুল ইসলাম জানান, প্রচুর গ্যাস বের হতে থাকলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে তিতাস গ্যাস কোম্পানির লোকজন এসে লাইন মেরামত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাহমুদুল স্বপন জানান, বেলা সোয়া ১১টার দিকে হাউজ বিল্ডিং মোড়ে গ্যাসের পাইপ ফেটে খুব জোরে গ্যাস বের হতে থাকে। এ সময় নিরাপত্তাকর্মীরা চারদিকে লাল ফিতা দিয়ে ঘেরাও করে দেয়, যাতে মানুষ চলাচল না করে। গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ২০.৫ কিলোমিটারজুড়ে বিআরটিএ’র লাইন প্রকল্প নির্মাণকাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পাইপ ফেটেছে বলে ধারণা করা হচ্ছে।