কাউখালী উপজেলার বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভবন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করার কারণে নির্মাণাধীন ভবনটির কাজ শেষ হতে না হতেই পলেস্তরা ও রং উঠে যাচ্ছে এবং ফ্লোরে ফাটল দেখা দেয়। তার পরও জোড়াতালি দিয়ে কোনো মতে নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে উপজেলা প্রকৌশলীর অফিসের সহযোগিতায় চাবি বুঝিয়ে দেওয়ার সাত দিনের মধ্যে ভবনটির রং ও জানালা খুলে পড়া শুরু করেছে। নতুন ভবনে ওঠার আগেই দরজা-জানালা খুলে খুলে পড়ায় ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। উপজেলা এলজিইডি ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক মন্ত্রী একাউখালীতে স্কুল ভবন
আনোয়ার হোসেন মঞ্জু এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করলে বরিশালের ‘হক ট্রেডার্স’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন। ভবনটি নির্মাণের জন্য ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেশ চন্দ্র ঘরামী জানান, ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের প্রথম থেকেই নিম্নমানের মালামাল দিয়ে কাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে ঠিকাদার ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার বিমল চন্দ্র ঘরামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ভবনটির কাজ শেষে পলেস্তরা ও ফ্লোরের ফাটল দেখা দেয়। পরে তা জোড়াতালি দিয়ে ঠিক করে। ১৯ ফেব্রুয়ারি ঠিকাদার ভবনের চাবি দেন তার কাছে। এ সময় তিনি কাজের মান ভালো হয়েছে বলে একটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর দিতে বলেন। তিনি তাতে ওই সময় স্বাক্ষর না দিলে পরে তাকে সহকারী ইঞ্জিনিয়ার বিমল বাবু ফোনে প্রত্যয়নপত্রে স্বাক্ষর দিতে বলেন। তখন তিনি ‘ভবনের কাজের গুণগত মান যাচাই সাপেক্ষে চূড়ান্ত বিল দেওয়ার জন্য অনুরোধ করা গেল’ লিখে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন। এরপর ২৫ ফেব্রুয়ারি ভবনের শ্রেণিকক্ষগুলো বর্ণমালা দিয়ে সাজানোর জন্য ভবনের জানালা খুলতে গেলে তা খুলে পড়ে যায়। এ বিষয়ে ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার বিমল বাবুকে ফোনে জানালে তিনি বলেন, বিষয়টি দেখবেন। প্রধান শিক্ষক আরও জানান, ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজেও নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে। শ্রেণিকক্ষে লাইট ও ফ্যানের মান অত্যন্ত খারাপ।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হক ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী মো. ফজলুল হক জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালা খুলে পড়াসহ কিছু সমস্যার কথা তাকে ফোনে জানান। ওই কাজগুলো আগামী শনি ও রবিবারের মধ্যে করে দেবেন। কাজ করতে গেলে কিছু ভুল-ত্রুটি হতেই পারে।
দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার বিমল চন্দ্র বিশ্বাস জানান, বিদ্যালয়ের ভবন নির্মাণেকাজের মান ভালো হয়েছে। প্রধান শিক্ষক জানালা খুলে পড়াসহ কিছু সমস্যার কথা বলেছেন, তা ঠিকাদারের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।