চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করে এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ২ হাজার টাকা। জব্দ করা সিগারেটের কার্টন বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।