ভারতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। চরমোনাই দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলে শুক্রবার তৃতীয় দিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি। এছাড়া বরিশাল নগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশেও একই ঘোষণা দেওয়া হয়। চরমোনাইর মাহফিলে শুক্রবার জুমার নামাজে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের আগে সেখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সব বক্তার মূল প্রসাঙ্গিক বিষয় ছিল ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার দাবি। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের দাবি জানান।