আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

শেখ হাসিনা যা বলেন সেটি বাস্তবে প্রমাণ করেন জুনাইদ আহমেদ পলক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
| শেষ পাতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী যা বলেন সেটি বাস্তবে প্রামাণ করেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন সদ্য বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮৮ লাখ টাকা ব্যয়ে ‘ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট)’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শুক্রবার সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পলক বলেন, বর্তমানে প্রায় ৯৬ শতাংশ মানুষের ঘরে বিদ্যুতের আলো জ্বলছে ও প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিজিটাল বাংলাদেশ ও সরকারের আইটি সেক্টর উন্নয়নের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু মণ্ডল, 
অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, নাগেশ্বরী-ফুলবাড়ী থানার এএসপি (সার্কেল) লুৎফর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।