আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা ও বেকারদের জন্য কর্মসংস্থানের দাবিতে রাজধানীতে সচিত্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী এমএ আলী বলেন, বর্তমান বিশ্বের ১৬২টির বেশি দেশে চাকরিতে নিয়োগের আবেদনের বয়সসীমা ৩৫ বছর রয়েছে। প্রচলিত নিয়ম অনুসারে ২৩ বছর বয়সে শিক্ষাজীবন শেষ হওয়ার কথা থাকলেও সমীকরণটি শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া ২৭ থেকে ২৮ বছরের আগে কোনো শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি শেষ হয় না। এদিকে চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হলেও প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। তিনি বলেন, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক। বিষয়টি বারবার বলে আসছে সবাই। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসছে না। সরকার এ দাবি দ্রুত মেনে নেবে বলেই চাকরি প্রার্থীরা আশা করেন।