আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

রাজশাহী কর অঞ্চল নতুন ৪০ হাজার করদাতা বাড়ানোর উদ্যোগ

রাজশাহী ব্যুরো
| শেষ পাতা

রাজশাহী বিভাগের পাঁচ জেলা থেকে আয়কর বাড়ানো এবং নতুন করদাতা খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে কর অঞ্চল রাজশাহী। এ অঞ্চল থেকে নতুন ৪০ হাজার করদাতা অন্তর্ভুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য শুরু হয়েছে জরিপ কার্যক্রম। নতুন করদাতা শনাক্ত করে রাজস্ব আহরণ বাড়াতে কর কমিশনারের নেতৃত্বে রাজশাহী কর অঞ্চলের কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। সোমবার রাজশাহী সিটি করপোরেশনের হড়গ্রাম নিউমার্কেট ও মার্কেটসংলগ্ন বাজারে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

কর কমিশনার মুহাম্মদ মফিজউল্লা জানান, ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার, কর প্রদানের সুফলে সবাই হব অংশীদার’ সেøাগানে কর অঞ্চল রাজশাহীর আওতাভুক্ত রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জে জরিপ কার্যক্রম চলছে। এ পাঁচ জেলা থেকে ৪০ হাজার নতুন করদাতা শনাক্তকরণের উদ্যোগ আমরা নিয়েছি। তিনি বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হড়গ্রাম নিউমার্কেট ও মার্কেটসংলগ্ন বাজার। এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং অনেকের আয় করযোগ্য সীমার ওপর হলেও তাদের ই-টিআইএন নেই। ফলে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৫ ধারার কার্যক্রম গ্রহণ করে সোমবার হড়গ্রাম নিউমার্কেট এবং মার্কেটসংলগ্ন বাজারে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় নতুন করদাতাদের অনলাইনে নিবন্ধন প্রদান করার পাশাপাশি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাদের ইটিআইএন প্রদান করা হবে। তাদের রিটার্ন ও ইটিআইএন ফরম পূরণে সার্বিক সহযোগিতা করা
হবে। রাজশাহী কর অঞ্চলের উপকর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান জানান, নতুন করদাতার জন্য জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড, ট্রেড লাইসেন্সের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে। জরিপের দিন প্রয়োজনীয় এসব কাগজপত্র ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য রাজশাহী কর অঞ্চলের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে হড়গ্রাম মার্কেটে জরিপ-সংক্রান্ত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। জরিপ কার্যক্রম সম্পর্কে ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কর কমিশনার মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা জাতীয় রাজস্ব আহরণে জরিপ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত আয়কর বিভাগকে আশ্বস্ত করেছেন। 
এদিকে চলতি অর্থবছরে রাজশাহী কর অঞ্চল থেকে ১ হাজার ১০৭ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি কর কমিশনার মুহাম্মদ মফিজউল্লার সভাপতিত্বে রাজশাহী কর অঞ্চলের আওতাভুক্ত পাঁচ জেলার কর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভায় বার্ষিক বাজেট, লক্ষ্যমাত্রা, আদায়, বকেয়া ও অগ্রিম আয়কর আদায়, অডিট মামলা নিষ্পত্তি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভাড়ার বিপরীতে উৎসে কর কর্তন, ইটভাটার আয়কর, সিটি করপোরেশন ও পৌরসভায় ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন উৎসে করের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা থেকে বার্ষিক লক্ষ্যমাত্রা ১ হাজার ১০৭ কোটি টাকা আয়কর আদায়ের বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়েছে।